Monday, June 4, 2012

NOT ONLY PTC(!?) এবার সঠিক আউটসোর্সিং করুন। DBBL এর মাধ্যমে টাকা তুলুন।।

মে 28, 2012
লিখেছেনঃ
পোস্টটি দেখেছেনঃ 1893 জন
কেমন আছেন সবাই? শুরুতেই থাকছে সবার জন্য শুভকামনা।
অনলাইনে আয়ের ক্ষেত্রে ফ্রীলান্সিং কয়জন ই-বা করেন? কিন্তু বেশিরভাগই অনলাইনে আয়ের ক্ষেত্রে PTC বা অ্যাড ভিউ করেন। কিন্তু অনেকেই জানেননা তারা যে কোম্পানিতে কাজ করে আয়ের জন্য পয়সা বিনিয়োগ করছেন, সেই কোম্পানি কিভাবে অ্যাড গুলো পাচ্ছে কিনবা কিভাবে আয় করছে..। আমি বাজি রেখে বলতে পারি, এখনো dolancer এর (পিটিসি বাংলাদেশে কমার্শিয়ালি ফার্স্ট তারাই এনেছে) অনেক ইউজার/ওয়ার্কার ই জানেননা যে dolancer তাদেরই লীজ দেওয়া সাইট গুলোর অ্যাড ভিউ করায়। বাইরের নয়। যা হোক, একজন লিডার কিনবা ওয়ার্কার হিসেবে অবশ্যই আপনার কোম্পানি সম্পর্কে এসব জানার অধিকার আছে। কারন, কম্পানি আদৌ বায়ারদের কাছ থেকে টাকা পাচ্ছে কি’না তা সিওর না হলে, পরবর্তীতে আপনি শ্রম এবং টাকা-পয়সা বিনিয়োগ করে যে আয় করবেন তা কিভাবে সিওর হবেন? তাই আজ আপনাদের “সিওর” আয় এর জন্য পথ দেখাতে আমার এই টিউন।
EONext.com আপনাদের জন্য নিয়ে এসেছে সেই পথ। যেখান থেকে আপনি একই সাথে শিখতে আর আয় করতে পারবেন। কারন আউটসোর্সিং যে শুধু PTC না, আরও অনেক কাজ আছে!


যে কোন দৃষ্টিকোণ থেকেই আপনি দেখুননা কেন, EONext সচরাচর কোম্পানিগুলোর সবার থেকে সবদিক দিয়ে আলাদা।
রেজি ফিঃ মাত্র ৩৫০০ টাকা। যেখানে আপনাকে অতিরিক্ত টাকা দিয়ে অ্যাকাউন্ট আপগ্রেড করতে হবেনা। ভাবছেন কাজ করে পরিশোধ করতে হবে?! না। তার কোন প্রয়োজন নেই।
# প্রতিদিন আয় 2$ (দুই ডলার) [pack 1]
[১ ডলার পাবেন সাইনআপ এ। এখানে আপনাকে ৭ টি লিঙ্ক ভিসিট করে যেকোনো নাম,মেইল আইডি দিয়ে ওই লিঙ্ক গুলোতে সাইনআপ করতে হবে।] [বাকি ১ ডলার পাবেন অ্যাড ভিউর জন্য।]
# After 3 months [pack 2], প্রতিদিন আয় করতে পারবেন 3-5$
[সেখানে থাকবে survey + ad view + data entry +...many more]
নেটওয়ার্ক মার্কেটিংয়েও রয়েছে ভিন্নতা! রেফারাল ইনকাম ১০%  আর ম্যাচিং ১০% তো আছেই, + রয়েছে EO Power income. মানে আপনি যাদের সরাসরি রেফার করবেন, প্রতি মাসে তাদের মোট আয়ের ১০% আপনি পাবেন। ..আর কি চাই-!
জানতে ইচ্ছা করছেনা যে টাকা তুলবেন কিভাবে??
NO HASSLE! আপনার পেমেন্ট “ডাচ বাংলা ব্যাংক“(DBBL) এর মাধ্যমে তুলে নিবেন। আর তাছাড়া অফিস উইথড্র তো আছেই। আর অতি শীঘ্রই চালু হচ্ছে মোবাইল রিচার্জ সুবিধা।
এবার জেনে নিন কোম্পানির Rank Achieve সম্পর্কে-
১. EO Power
২. EO Pro
৩. EO Leader
৪. EO Team Manager
৫. EO Legend [প্রত্যেক Rank Achiever দের জন্য থাকছে বিশেষ intensive ও সম্মাননা।।
কেন আপনি ৭০০/৮০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট করে ৩ মাস নেট বিল দিয়ে কষ্ট করে অ্যাকাউন্ট আপগ্রেড করবেন?? ৩ মাস পর যে ওই কম্পানি থেকে সঠিক ভাবে টাকা তুলতে পারবেন তার কি নিশ্চয়তা আছে? যেখানে EONext থেকে প্রথম মাসেই আপনি আয় করছেন প্রতিদিন ২ ডলার করে ২x৩০ = ৬০$ বা ৪২০০ টাকা।
EONext সম্পূর্ণ সঠিক নিয়ম ও নীতি মেনে আপনাদের কাজ দিবে। আর তাই আপনি থাকুন নিশ্চিন্ত।।
কোম্পানির জয়েন স্টকের রেজিস্টার্ড পেপার দেখুন- (এখানে আপলোড দেওয়ায় একটু ঘোলা হয়ে যায়)
Raaz Eon +8801824 935 757
অতঃপর আপনি যদি ভালো লেগে থাকে আমাদের, আর যদি প্রয়োজন হয় আরও জানার কিনবা কোন সহায়তার-
 তহলে--01941406592  / sefatuli@gmail.com










পরিশেষে সবার সুস্থতা এবং অনলাইনে আয় ও নেটওয়ার্কিংয়ে সফলতা কামনা করে এখনকার জন্য ইতি টানছি।
পেজ প্রশাসকের দৃষ্টি আকর্ষণে- দয়া করে টিউনটি পেজে প্রকাশিত রেখে অন্যদের জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।।
*বিশেষ অনুরোধঃ আমার লিখিত এই পোস্ট/টিউনটি দয়া করে কেউ ফেসবুক বা কোথাও কপি/পেস্ট করবেন না।*

No comments:

Post a Comment