Tuesday, June 12, 2012

█▓▒ কি করবেন মুঠোফোনটি বা ক্যমেরা পানিতে পড়লে ░▓█

পানি থেকে তোলার পর পর ই সরাসরি ব্যাটারি টি খুলে ফেলুন।
[যত দেরী হবে আপনার মুঠোফোনটির আই.সি নষ্ট যাওয়ার সম্ভবনা তত বেশি]
→ শুকনা কাপড় দিয়ে ব্যাটারি টি এবং সেট টি মুছে ফেলুন।

...
→ এবার একটি চাল ভর্তি বলের/বাটির ভেতর আপনার মুঠোফোনটি পুরোপুরি ঢুকিয়ে দিন!অনুগ্রহ করে চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন।
[চালের ভিতরে রাখলে পানি তাড়াতড়ি শুকিয়ে বাস্প হয়ে যাবে এবং চাল তা চুসে নিবে।]

চব্বিশ ঘন্টা পর আপনার সেটটি অন করুন, আশা করি আপনার মুঠোফোনটি ঠিকমত চলছে!! যদি চব্বিশ ঘন্টা পর আপনার মুঠোফোনটি না চলে, তাহলে বুঝতে হবে হয়ত দেরী হয়ে গেছে। এ ক্ষেত্রে আমি আপনাদের বিশেষজ্ঞ অথবা মোবাইল টেকনিশিয়ান এর সাথে কথা বলতে বলব।

[[ আপনাদের "লাইক" হলো আমার উৎসাহ ]]

No comments:

Post a Comment