Friday, June 8, 2012

Alertpay/Payza Account ওপেন করে টাকা ইনকাম করুন ও ব্যবহারের কলা-কৌশল আলোচনা 


undefined
আসসাসলামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। শুরু করছি গতকাল Payza/Alertpay আলোচনার আজ শেষ পর্ব। অবশ্য গতকালকের আলোচনাতেই এলার্টপের মুল পর্ব শেষ করেছিলাম। আজ থাকছে বেসিক কিছু কলা-কৌশল। হয়ত আমার ১ম পর্বের লেখা পড়ে অনেকেই এলার্টপে একাউন্ট তৈরির কৌশল রপ্ত করতে পেরেছেন। ফেসবুক ও মেইলে অনেকেই বিভিন্ন কমেন্ট করেছিলেন ও বিভিন্ন অনুপ্রেরনা দিয়েছেন। বেশ ভালই লেগেছে। পরিশেষে ঐ সকল পাঠক/বন্ধুদের কে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আর দেরি কেন? শুরু করা যাক-
অবশ্য যে সকল পাঠকগণ Payza/Alertpay আলোচনার  ১ম পর্ব পড়েন নাই তারা নিচের লিংকটি অনুসরন করতে পারেন-

Alertpay/Payza Account ওপেন করে টাকা ইনকাম করুন ও ব্যবহারের কলা-কৌশল আলোচনা (পর্ব-০১)

আপনার Payza/Alertpay একাউন্টকে কিভাবে ভেরিফাই করবেন?
এবারতো আপনার একাউন্ট তৈরি হল। ভেরিফিকেশন করতে হবে। এখানে শুধু একাউন্ট তৈরি করলেই হবে না। ভেরিফিকেশন করার ব্যবস্থা করতে হবে।ভেরিফিকেশন না করলে কোন অবস্থাতেই আপনার এলার্টপে একাউন্ট দ্বারা undefinedলেনদেনের উপযোগী করতে পারবেন না। মুলত ভেরিফিকেশন হল- এলার্টপে কর্তৃপক্ষ আপনাকে পরীক্ষা করবেন আপনি এলার্টপের বৈধ গ্রাহক কিনা? একবার ভেরিফিকেশন হয়ে গেলে আর কখনোই ভেরিফিকেশনের দরকার হয়না। তাহলে এবার দেখাব কিভাবে আপনার এলার্টপে ভেরিফিকেশন করবেন।
এলার্টপে তে মূলত ০৩ ধরনের ভেরিফিকেশনের ব্যবস্থা আছে তথা-
১. Bank Transfer or Bank wire (Swift) Deposit- এখানে ব্যাংক ভেরিফিকেশনের মাধ্যমে যাচাই করা হয়ে থাকে। যারা কোন ব্যাংকের গ্রাহক তাদের সেই ব্যাংকের এখানে (Swift)কোড প্রবেশ করাতে হয়। আমাদের দেশের ব্যাংকগুলোকে এলার্টপে কর্তৃপক্ষ (Swift)কোডের ভেরিফিকেশন করতে এখনো প্রয়োজন মনে করেনি।তাই এখানে বাংলাদেশ অন্তভূক্ত নাই।
২. Credit Card Validation- এখানে যারা মাষ্টার কার্ড ব্যবহার করেন তারা ভেরিফিকেশন করাতে পারবেন। এখানে এলার্টপে তে আপনার মাষ্টার কার্ডের পিন প্রবেশ করাতে হবে। অতপর এলার্টপে আপনার মাষ্টার কার্ড থেকে কিছু ডলার কেটে নিবে। পরিশেষে এলার্টপে একাউন্টে গিয়ে ভেরিফিকেশনে জানাতে হবে কত ডলার কাটা হয়েছে। যদি তথ্য ঠিক দেন তাহলে একাউন্ট ভেরিফিকেশন হয়ে গেল।
৩. Complete both- এখানে কেউ যদি A ও B অপশনের দুটোই ভেরিফিকেশন করাতে চান তাহলে এই অপশনটি কাজে লাগাতে হবে।
৪. Phone Validation- এই অপশনটি সবাই ব্যবহার করেন। অআপনিও এই অপশনটি বেছে নিন। এখানে এলার্টপে কর্তৃপক্ষ আপনার মোবাইল নম্বরে একটি গোপন কোড প্রেরন করবে। অতপর সেই কোডটি প্রবেশ করালে আপনার একাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে।
এই কাজটি করতে আপনার একাউন্টে লগইন করুন। My Payza Account এর Main Menu বাটনে ক্লিক করুন। তাহলে নতুন একটি মেনু আসবে। এখান হতে  যেখানে লেখা আছে-Verification সেটিতে ক্লিক করুন। চিত্রনুযায়ী নিম্নরুপ-
undefined
অথবা আপনার একাউন্টের উপরের মেনুবার Message Center যান> প্রোফাইলে ক্লিক করুন> মেনু আসবে সেখান হতে Cheek Your Verifications Status এ- ক্লিক করুন।
undefinedপরামর্শ-
আপনি আপনার Payza Account এর যে কাজ করেন না কেন! যেমন-Account verification, Personal Information, ইমেইল আইডি জানতে, ট্রানজেকশন পিন পরিবর্তন করতে, পাসওয়ার্ড পরিবর্তন করতে, ক্রেডিট কার্ড ও ব্যাংক একাউন্ট যোগ করতে, রেফারেল করতে, একাউন্ট আপগ্রেড করতে এবং রিমুভ করতে সর্বদা এই দুটি অপশনের মাধ্যমেই করতে হবে। তাই এখানে এই অপশন সম্পর্কে আপনার ধারনা রাখতে হবে।
তাহলে চলুন মোবাইল দ্বারা একাউন্ট ভেরিফিকেশন করি-
Account verification  গিয়ে ক্লিক করুন > সেখানে Phone Validation- অপশনটি বেছে নিন।এখানে মোবাইল নম্বরটি দিয়ে সেন্ড করলে আপনার মোবাইলে একটি কোড প্রেরন করা হবে। ঐ কোডটি নিদিষ্ট বক্সে লিখে OK করলে আপনার একাউন্টটি ভেরিফিকেশন হিসাবে Completed হিসাবে শো করবে। প্রাথমিকভাবে মোবাইল দিয়ে ভেরিফিকেশন করলেই হবে।পরবর্তীতে যদি মনে করেন মাষ্টার কার্ড দ্বারা ভেরিফিকেশন করবেন তা করা যাবে। ভেরিফিকেশন সঠিক হলে নিম্নরুপ চিত্র দেখাবে-কাজের কাজ হয়ে গেল। এখন আরও কিছু অপশন আছে সেইগুলো নিয়ে আপনি নিজেই কাজ করতে পারবেন। এলার্টপের কিছু অপশনের সাথে আপনাদেরকে পরিচয় করাব। মূলত আপনার একাউন্টে প্রবেশ করে যাবতীয় কাজ করতে পারবেন। এখানে  MY Account/Profile সিলেক্ট রেখে যাবতীয় কাজ করতে পারবেন নিচের চিত্রনুয়ায়ী-
সংক্ষেপে কিছু আলোচনা-
Personal Information- এখানে আপনার যাবতীয় তথ্যদি রয়েছে। যদি প্রয়োজনে মনে করেন তাহলে তথ্যাদি আপগ্রেড করতে পারবেন।এখানে কাজ করলে নিম্নরুপ চিত্র পাবেন
undefinedPassword-            এখানে আপনি যে কোন মুহুর্তে Password পরিবর্তন করতে পারবেন।
Transaction PIN-  এটি পূর্বেই বলেছিলাম লেনদেনের ট্রানজেকশন। এটি পরিবর্তন করতে পারবেন।
Email Addresses-            এটির কোন পরিবর্তন ঘটাতে পারবেন না।
Language Preference-        ভাষা হিসাবে সিলেক্ট করতে পারবেন। তবে স্থায়ী হিসাবে ইংরাজীতে নির্বাচিত থাকে।
Verification-          এখানে অআপনার একাউন্টকে ভেরিফিকেশন করাতে হয়। যা পূর্বেই আলোচনা করেছি।
Downgrade/Upgrade Account- যে কোন সময় আপনার একাউন্টকে আপগ্রেড করতে পারবেন।অর্থা Personal Free থেকে Personal Pro/Business-এ অথবা Personal Pro/Business থেকে Personal Free তে কনভার্ট করতে পারবেন।নিচের চিত্রনুয়ায়ী-
undefinedReferrals-     রেফারেল দ্বারা আপনি ইনকাম করতে পারবেন। আপনার পরিচিত বন্ধুদেরকে ইনভাইট করতে পারবেন।এটি প্রথমেই অআমি আলোচনা করেছি।
Close Account- আপনি যদি মনে করেন পেপাল একাউন্ট চালাতে পারছেন না।তাহলে এই একাউন্টটি ডিলেট করতে পারবেন। ডিলেট করতে হলে পূর্বের Transaction PIN দিতে হবে এখানে আপনার একাউন্ট কিন্তু চিরতরে ডিলেট হয়ে যাবে। পরবর্তীতে যদি একই মেইল থেকে যদি পূনরায় এলার্ট পে ওপেন করতে চান পারবেন না। কেননা, এলার্ট পে কর্তৃপক্ষ অআপনার মেইলকে আইপি হিসাবে চিনে রেখেছে। তাই নতুন মেইল দ্বারা একাউন্ট ওপেন করতে হবে।
undefined
আমার মতে, এটি না করাই ভাল। কেননা আপনার একাউন্ট তো অমর থাকবে। আপনি যদি ইনকাম বা লেনদেন নাও করেন কোন সমস্যা নাই।
আশা করি আপনাদের একাউন্টের প্যানেল নিয়ে অনেক কিছুই জানলেন। প্রথমদিকে একটু বুঝতে সমস্যা হতে পারে। এই ভাবে ২/৩ দিন ঘাটাঘাটি করলে ব্যাপারটা সহজেই বুঝতে পারবেন।
Payza থেকে কিভাবে টাকা পকেটে অআনবেন? বা লেনদেন করবেন?
Payza একাউনট থেকে ৪ টি ভিন্ন উপায়ে টাকা আনা যায়এইগুলো হল-
। Cheeck
2. Credit Card/Master Card
3. Bank Transfer
4. Bankware
এবার এইগুলো সম্পর্কে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি-
পদ্ধতিগুলো হল – চেক, ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার এবং ব্যাংক ওয়্যার
১) চেক: এই পদ্ধতিতে একটি চিঠির মাধ্যমে চেক পাঠানো হয়। চেকের জন্য এলার্টপে-কে ৪ ডলার ফি দিতে হয় এবং একাউন্টে সর্বনিম্ন ২০ ডলার হলে চেকের জন্য আবেদন করা যায়। আবেদন করার ২ দিনের মধ্যে একটি চেক আপনার ঠিকানায় পাঠানো হবে, যা হাতে পেতে ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। চেকটি ডলারে পাঠানো হয় তাই যেসব ব্যাংক ডলারে চেক গ্রহণ করে সেখানে এটি জমা দিতে হবে। সরকারী ব্যাংকের মাধ্যমে চেক থেকে টাকা তুলতে অল্প একটা ফি দিতে হয়, তবে সময় বেশি নিবে। আর বেসরকারী ব্যাংকে তুলনা মূলকভাবে বেশি ফি দিতে হবে কিন্তু সময় অনেক কম লাগবে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ক্রেডিট কার্ড নেই তাদের জন্য এটি খুব দরকারি, সময় একটু বেশি লাগলেও ঝামেলা কম। প্রথম প্রথম যখন আপনার আয় কম থাকবে তখন এই পদ্ধতি ইউজ করতে পারেন। পরে আয় বাড়লে মাস্টার কার্ড নিয়ে নিতে পারেন। তবে সাবধান, আপনার এলার্ট পে অ্যাকাউন্টে আপনার ঠিকানা সঠিক ভাবে দিবেন এবং ” চেক” পাঠানোর আগে ঠিকানা ভালো ভাবে চেক করে দিবেন।
২) ক্রেডিট কার্ড: যাদের ভিসা বা মাস্টারকার্ড রয়েছে তারা এই পদ্ধতিতে খুব সহজেই টাকা আনতে পারবেন। এলার্টপে সাইটে ক্রেডিট কার্ডের কথা বলা হলেও এটি ডেবিট কার্ডও সাপোর্ট করে। এজন্য প্রথমে এলার্টপে সাইটে কার্ডটি যোগ করতে হবে। কার্ডটি যাচাই করার জন্য এলার্টপে আপনার কার্ড থেকে ১ থেকে ২ ডলারের মধ্যে একটি অর্থ এলার্টপে একাউন্টে নিয়ে আসবে। এরপর কত ডলার লেনদেন হয়েছে এবং সেই পরিমাণটি এলার্টপে সাইটে এসে একটি টেক্সটবক্সে প্রবেশ করাতে হবে। সঠিকভাবে ডলারের পরিমাণটি বলতে পারলে আপনার কার্ডটি অর্থ লেনদেনের জন্য উপযোগী হবে। লক্ষ্যণীয় যে, আপনার এলার্টপে একাউন্টে অর্থ লেনদেনের মূল মূদ্রা হিসেবে ইউরো থাকলে কার্ড যাচাইয়ের পূর্বেই ডলারে পরিবর্তন নিতে হবে। অন্যথায় সঠিকভাবে কার্ডটি যাচাই হবে না। এলার্টপে থেকে কার্ডে প্রতিবার লেনদেনে ৫ ডলার ফি দিতে হয় এবং সর্বনিম্ন ১০ ডলার উঠানো যায়, যা ৩ থেকে ৪ দিনের মধ্যে কার্ডে সরাসরি চলে আসে। এরপর নিকটস্থ ATM (যেগুলো মার্সারকার্ড সাপোর্ট করে – যেমন DBBL, Standard Chartered Bank) থেকে যে কোন সময় টাকা তোলা যায়।
৩) ব্যাংক ট্রান্সফার: এলার্টপে থেকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা আনা যায় না। তবে যাদের Payoneer মাস্টারকার্ডে US Virtual Account নামক সার্ভিসটি আছে তারা এই পদ্ধতিতে মাত্র ০.৫ ডলারের বিনিময়ে কার্ডে টাকা আনতে পারেন। আর সময় লাগে মাত্র ২ থেকে ৩ দিন। যারা এক বছর থেকে Payoneer কার্ডটি ব্যবহার করছেন তারা এই US Virtual Account এর জন্য Payoneer সাইটে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে যুক্তরাষ্ট্রের First Bank of Delaware নামক ব্যাংকের একটি ভার্চুয়াল একাউন্ট দেয়া হবে। এই ব্যাংকের সাথে মাস্টারকার্ডটি যুক্ত থাকে। অর্থাৎ কেউ যদি আপনার ওই ব্যাংক একাউন্টে টাকা পাঠায় তখন এটি সরাসরি আপনার কার্ডে জমা হয়ে যাবে। তবে এই ব্যাংক একাউন্ট থেকে কখনও অন্যকে আপনি টাকা পাঠাতে পারবেন না, শুধুমাত্র গ্রহণ করতে পারবেন। এলার্টপে সাইটে এই ব্যাংক একাউন্টটি যুক্ত করতে প্রথমে Add Bank Account পৃষ্ঠায় গিয়ে দেশ হিসেবে United States সিলেক্ট করতে হবে। তারপর Bank Transfer সিলেক্ট করে একাউন্টটির নাম্বার, ABA Routing নাম্বার, ব্যাংকের নাম ইত্যাদি তথ্য দিতে হবে, যা Payoneer সাইট থেকে পাওয়া যাবে। এরপর এলার্টপে থেকে আপনার একাউন্টে ১ ডলারের কম দুটি অল্প অর্থ পাঠানো হবে যা Micro Deposit নামে পরিচিত। দুই দিন পর Payonner সাইটে লগইন করে ডলার দুটি দেখতে পাবেন। এই দুটি লেনদেনের পরিমাণ এলার্টপে সাইটে এসে দুটি টেক্সটবক্সে প্রবেশ করতে হবে। সফলভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারলে আপনি সবচেয়ে কম খরচে এলার্টপে থেকে টাকা দেশে আনতে পারবেন।
৪) ব্যাংক ওয়্যার: যাদের কোন ভিসা বা মাস্টারকার্ড নেই তারা এই পদ্ধতিতে দেশের ব্যাংকে সরাসরি টাকা আনতে পারবেন। এটি সাইটের সবচেয়ে ব্যয়বহুল পদ্ধতি। এক্ষেত্রে খরচ পড়বে ১৫ ডলার এবং সর্বনিম্ন ৪০ ডলার হলে এই পদ্ধতিতে টাকা উঠানো যাবে। ব্যাংক ওয়্যারের মাধ্যমে আপনার ব্যাংক একাউন্টে টাকা আসতে প্রায় এক সপ্তাহের মত সময় লাগবে। ব্যাংক ওয়্যারের জন্য প্রথমে সাইটে আপনার ব্যাংক একাউন্টের নাম্বার, ব্যাংক কোড, ব্রাঞ্চ কোড এবং SWIFT CODE যোগ করতে হবে, যা আপনার ব্যাংকে যোগাযোগ করে তথ্যগুলো সংগ্রহ করতে পারেন।
এখন দেখুন কিভাবে এলার্টপে একাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করবেন
১. এলার্টপে একাউন্ট এ লগিন করে Overview ক্লিক করুন, তারপর “Add a bank account” ক্লিক করুন। নিম্নরুপ একটি উইন্ডো আসবে।
undefined
ক। আপনি পূর্বে যে সকল তথ্য দ্বারা পেজা একাউন্ট ওপেন করেছিলেন, তার সকল তথ্যাদি এখানে দেখা যাবে। পেজা বর্তমানে বাংলাদেশের সকল ব্যাংক একাউন্ট সাপোর্ট করছে। তাই আপনি যে নামে ব্যাংক একাউন্ট ওপেন করেছেন, সেখানে Bank Name এ- সেই নামটি সিলেক্ট করুন। এখানে ব্যাংকের ব্যাংক এরিয়া, শহরে অবস্থান, সুইফ  কোড ইত্যাদি দিতে হবে। এইগুলো দিতে হলে/জানতে হলে অআপনি যে ব্যাংক শাখাতে একাউন্ট করেছেন, সেখানে ব্যবস্থাপকের মাধ্যমে জেনে নিবেন।
খ। পরিশেষে ডকুমেন্ট প্রমাণপত্র হিসাবে আপনাকে মুলকপি থেকে একটি স্ক্যান ফাইল পেজার’ নিকট প্রেরন করতে হবে। এখানে National ID, Country ID, Drivers License খেকে যে কোনটি বেছে নিন।
(এখানে সঠিক তথ্য দিতে হবে। কোন রকম ভূয়া/জাল তথ্য দিলে কিন্তু আপনার পেজা একাউন্ট ব্যাণ করে দেয়া হবে। এখানে ভেরিফিকেশন করতে ৩/৪ দিনের মত সময় লাগে।ভেরিফিকেশন সঠিক হলে আপনাকে মেইলে জানিয়ে দেয়া হবে)
এইভাবে সঠিক ফিল্ডে আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয় ইনফর্মেশন গুলো ফিল আপ করে  এলার্টপে/পেজা একাউন্ট এ আপনার ব্যাংক অ্যাকাউন্ট টি Add করুন। ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে Add হলেই পেজা একাউন্ট হতে সহজেই অর্থ ব্যাংক একাউন্টে প্রেরন করতে পারবেন।
এই অ্যালার্ট পে অ্যাকাউন্ট আপনার অনলাইন ব্যাংক হিসাবে কাজ করবে এবং নেটে আয়ের সাইট গুলো আপনাকে আপনার অ্যালার্ট পে অ্যাকাউন্ট এ পেমেন্ট করবে, তারপর আপনি সেই পেমেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা চেকে অথবা Visa বা Master ক্রেডিট/ডেবিট কার্ডে কিছু চার্জের বিনিময়ে টাকা তুলতে পারবেন।
ক্রেডিট কার্ড কিভাবে যোগ করবেন?
ক্রেডিট কার্ড যোগ করতে হলে ব্যাংক একাউন্টের মতই ক্রেডিট কার্ড অপশনে গিয়ে ক্লিক করুন। নিম্নরুপ উইন্ডো আসবে-
undefinedএখানে আপনার ক্রেডিটকার্ডটি অবশ্যই Master/VISA কার্ড হতে হবে। নরমাল কার্ড হলে এর আওতাভূক্ত হবেন না। এখানে ক্রেডিটকার্ড এর নম্বর, মেয়াদ/তাং ইত্যাদি তথ্য দ্বারা পূরণ করতে হবে। কার্ডটি সফল ভাবে সংযুক্ত হলে যে কোন ব্যাংকের এটিএম বুথ হতে অর্খ উঠাতে পারবেন। তবে এই প্রসেসে ব্যাংক চার্জ বেশী দেয়া লাগে।
কিভাবে অর্থ উত্তলোন করবেন?
অর্থ উত্তলোন করার জন্য পেজা একাউন্টে আপনার ব্যাংক একাউন্ট সংযুক্ত থাকতে হবে। ইহা পূর্বেই অালোচনা করেছি। যদি পেজা একাউন্ট থেকে অর্থ উত্তলোন করতেই হয় তাহলে লগইন করুন। অতপর মূল টাস্কপ্যানে যান। সেখান হতেই অর্থ উত্তলোন এবং কাউকে প্রেরন করতে পারবেন। বিষয়টি নিম্নরুপ-
undefinedএখান হতে With Draw Funds এ- ক্লিক করলেই হবে। যাবতীয় তথ্যাদি যেমন- কত ডলার ট্রান্সপার করবেন, কিভাবে উত্তলোন করবেন তাহা পূরন করে দিলেই। অতপর ৩/৪ দিনের মধ্য আপনার ব্যাংক একাউন্টে অর্থ যোগ হয়ে যাবে।
কাউকে যদি অর্খ ট্রান্সপার করতে চান তাহলে-
Send Funds অপশনে ক্লিক করতে হবে। নিম্নরুপ চিত্র আসবে-
undefined
এখানে যাবতীয় তথ্যাদি যেমন- কাকে প্রেরন করতে চান, কত পেমেন্ট দিতে চান, কারেন্সীর মান কোনটি ইত্যাদি তথ্য পূরন করলেই হবে।
(Note- এখানে বাংলাদেশী টু বাংলাদেশীদের কাছে অর্থ প্রেরন করতে পারবেন। আপাতত দেশের বাহিরে ট্রান্সপার করতে পারবেন না। কারন, দেশে যাতে মানি লন্ডারিং তথা দেশের বাহিরে অর্থ পাচার না হয়। সেই লক্ষ্য সরকার ও বাংলাদেশ ব্যাংক এই অপশনটি বন্ধ রাথতে পেজা কর্তৃপক্ষের সাথে চুক্তি করা অআছে। তাই পৃথিবীর যে কোন প্রান্ত হতে Payza একাউন্টে অর্থ অআনতে পারবেন, কিন্তু দেশের বাহিরে ট্রান্সপার করতে পারেন না। )
টাকা উর্পাজন করুন Payza এর মাধ্যমে
আপনি খুব সহজেই Alert pay/Payza এর মাধ্যমে টাকা উর্পাজন করতে পারি।
Payza হল টাকা আদান প্রদানের একটি মাধ্যম ,যার মাধ্যমে টাকা উপার্জন করা যায়। প্রতিটি Referrals একাউন্ট এর জন্য আপনাকে দেওয়া হবে ১০ ডলার । আপনি তিনটি উপায়ে Alert pay Account থেকে টাকা আয় করতে পারেন-
আপনার Referrals link পেতে Earn Money এর উপর ক্লিক করুন।
undefinedতারপর Referrals এর উপর ক্লিক করুন
undefinedআপনার এই Referrals link টি copy কোরে সবার সাথে share করুন
undefined
আপনার এই Referrals link মাধ্যমে কেউ একাউন্ট করলে আপনি পাবেন ১০ ডলার ।
Referrals একাউন্ট এর মাধ্যমে টাকা আয় করতে হলে আপনাকে কিছু শর্তপূরন করতে হবে-
Referrals must open an Alert Pay Personal Pro or Business account.
Referrals must transact $250.00 (sending and/or receiving).
After your 10th referral, we will pay you $10.00 USD a referral.
Self-referrals, or referrals from the same IP address, will not be paid out.
আজ সম্পূর্ণভাবেই এখানে  শেষ করছি Payza একাউন্টের আলোচনার বিষয়বস্তু। আশা করি আমাদের লেখা ২টি পর্ব সম্পূর্ণ পড়লে অসুবিধা থাকার কথা নই। এখানে আমরা আপ্রাণ চেষ্টা করেছি বিস্তারিতভাবে প্রতিবেদনটি তৈরি করার, যাতে সকলের পড়তে ও বুঝতে সুবিধা হই। তবুও কেউ ভূলের উর্দ্ধে নই। এই পোষ্টটি বিষয়বস্তু অলংকরন করতে ও সাজাতে আমাদেরকে প্রায় ৪ দিন সময় ব্যয় করতে হয়েছে। এই পোষ্টটি পড়ে কেউ যদি উপকৃত হন তাহলেই মনে করব আমাদের এই লেখার শ্রম ও কৌশল স্বার্থক হয়েছে। অসুবিধা বা প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন। উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পরেও যদি Payza একাউন্ট সম্পর্কে আরো কিছু তথ্য পাই তাহলে পরবর্তীতে আপডেটেড পোস্ট হিসাবে পাবলিশ করার ইচ্ছা থাকল। 
পরিশেষে সবার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করছি।
     -আল্লাহ হাফেয-

No comments:

Post a Comment