Friday, September 14, 2012

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীতিবাক্য:-- শিক্ষা, ঈমান, শৃঙ্খলা স্থাপিত : ২০০৫ ধরন : সরকারি আচার্য : রাষ্ট্রপতি, জিল্লুর রহমান উপাচার্য : অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ অ্যাকাডেমিক স্টাফ : ২৮ ছাত্র:- ২৫,০০০ অবস্থান : ১০, চিত্ত রঞ্জন অ্যাভিনিউ, ঢাকা, বাংলাদেশ 23°42′37″N 90°24′40″E / 23.71028°উ 90.41111°পূস্থানাঙ্ক: 23°42′37″N 90°24′40″E / 23.71028°উ 90.41111°পূ ক্যাম্পাস : শহরাঞ্চল প্রাক্তন নাম : জগন্নাথ কলেজ ওয়েবসাইট : www.jnu.ac.bd বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযুদ্ধ ভাস্কর্য ইত্যহাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার, সদরঘাটে অবস্থিত। পূর্বতন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক ড: এ. কে. এম. সিরাজুল ইসলাম খান এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। ২০০৫ সালে এই বিশ্ববিদ্যালয়ের কার্যত্রম শুরু হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অব্যবহিত প্রাক্তন নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, তবে এটি জগন্নাথ কলেজ নামেই বিংশ শতাব্দীর অধিকাংশ সময় জুড়ে পরিচিত ছিল। এটি ঢাকার একটি ঐতিহ্যবাহী কলেজ। ১৮৫৮ সালে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে এর প্রতিষ্ঠা হয়। ১৮৭২ সালে এর নাম বদলে জগন্নাথ স্কুল করা হয়। ১৮৮৪ সালে এটি একটি দ্বিতীয় শ্রেণীর কলেজে ও ১৯০৮ সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয়। এসময় এটিই ছিল ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসরকারী কলেজ। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হলে জগন্নাথ কলেজের স্নাতক কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ১৯৪৯ সালে আবার এ কলেজে স্নাতক পাঠ্যক্রম শুরু হয়। ১৯৬৮ সালে এটিকে সরকারীকরণ করা হয়, কিন্তু পরের বছরেই আবার এটি বেসরকারী মর্যাদা লাভ করে। ১৯৭৫ সালে কলেজটি সম্মান ও স্নাতকোত্তর পাঠক্রম শুরু করে। ১৯৯২ সালে এ কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদান বন্ধ করে দেয়া হয়। • অনুষদসমূহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট চারটি অনুষদ রয়েছে। বিজ্ঞান অনুষদ • মাইক্রোবায়োলজি এন্ড বায়োটেকনোলজি বিভাগ • ফার্মাসি বিভাগ • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ • রসায়ন বিভাগ • প্রাণিবিদ্যা বিভাগ • উদ্ভিদ বিজ্ঞান বিভাগ • ভূগোল ও পরিবেশ বিভাগ • পদার্থ বিজ্ঞান বিভাগ • গণিত বিভাগ • পরিসংখ্যান বিভাগ • মনোবিজ্ঞান বিভাগ কলা অনুষদ • বাংলা • ইংরেজি • দর্শন • ইতিহাস • ইসলামিক স্টাডিজ • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি • আইন • নৃবিজ্ঞান সামাজিক বিজ্ঞান অনুষদ • অর্থনীতি বিভাগ • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ • সমাজ বিজ্ঞান বিভাগ • গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ • সমাজকর্ম বিভাগ বিজনেস স্টাডিজ অনুষদ • ম্যানেজমেন্ট স্টাডিজ • হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ • মার্কেটিং বিভাগ • ফিনান্স বিভাগ কৃতি শিক্ষার্থী • তাজউদ্দীন আহমেদ (বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী) • ড. আনিসুজ্জামান (শিক্ষাবিদ) • সৈয়দ শামসুল হক (সাহিত্যিক) • ব্রজেন দাস(ইংলিশ চ্যানেল পাঁড়ি দেয়া সাঁতারু) • প্রেমেন্দ্র মিত্র(বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক) • জয়নুল আবেদিন(চিত্রশিল্পী) • এ,টি,এম,শামসুজ্জামান(অভিনেতা) • জাহিদ হাসান(অভিনেতা) • বিপ্লব(শিল্পী) • ফারুক(অভিনেতা) • রাজিউদ্দীন আহমেদ রাজু(ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী) • প্রবীর মিত্র(অভিনেতা) হলের তালিকা ছাত্রদের থাকার সুবিধার্থে ডিসেম্বর, ২০১১ইং তারিখ পর্যন্ত সর্বমোট ১০টি হল বা ছাত্রাবাস রয়েছে। তন্মধ্যে ১টি ছাত্রীদের হল।[১] হলগুলোর তালিকা নিম্নরূপঃ- • ড. হাবিবুর রহমান হল • বাণী ভবন হল

গুরুত্ব পুণ্য কিছু তথ্য

►রাষ্ট্রপতির অনুপস্থিতি বা তার অসামর্থ্যের ক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন- স্পিকার। ►বাংলাদেশের পাসপোর্ট দিয়ে একমাত্র ইসরাইল ছাড়া পৃথিবীর সব দেশে ভ্রমণ করা যায়। ►যে নদীর নাম করা হয়েছে একমাত্র ব্যক্তির নামে- রূপসা (রূপলাল সাহা) ►১৯৯২ সাল থেকে বাংলাদেশের একক বৃহত্তম দাতা দেশ- জাপান। ►মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'গেরিলা'র পরিচালক- নাসির উদ্দীন ইউসুফ (সৈয়দ শামসুল হকের 'নিষিদ্ধ লোবান' উপন্যাস অবলম্বনে নির্মিত) ... ►বাংলাদেশ জাতীয় সংসদ ভবন' -১০ তলা বিশিষ্ট। ►Thrust sector' বলা হয়- সরকার ঘোষিত অগ্রাধিকার প্রাপ্ত খাতকে।। ►Nobel Prize দেয়া হয়- ৬টি বিষয়ে। ►অষ্ট্রেলিয়া শব্দের অর্থ- এশিয়ার দক্ষিণ দিক। ►দক্ষিণ-পূর্ব এশিয়ার যে দেশটি কখনো উপনিবেশ ছিলনা- থাইল্যান্ড। ►যুক্তরাষ্ট্রে সর্বমোট অঙ্গরাজ্য বা স্টেট- ৫০ টি। (বৃহত্তম- আলাস্কা)। ►দেশে বর্তমান প্রধান বিচারপতি- মোজাম্মেল হোসেন (২০তম)। ►সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়- পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। ►জাতিসংঘের সদর দপ্তর- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। ►জাতিসংঘ দিবস- ২৪ অক্টোবর। ►অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অবস্থিত- দক্ষিণ ইংল্যান্ড। ►ট্রয় নগরী অবস্থিত- তুরস্কে (পৌরাণিক কাহিনীর জন্য বিখ্যাত)। ►ভিয়েতনামের জাতীয় বৃক্ষ- বাঁশ। ►ইসরাইলের জাতীয় প্রাণী- গোখরা সাপ। ►বিশ্বের সর্বাধিক ভাষার দেশ- পাপুয়া নিউগিনি (৮৩০)। সবচেয়ে কম ভাষার দেশ- উত্তর কোরিয়া ও ভ্যাটিক্যান সিটি (১টি)। ►প্রতিষ্ঠাসন: বাংলাদেশ আওয়ামী লীগ- ১৯৪৯; বিএনপি- ১৯৭৮, জামায়াতে ইসলামী- ১৯৪১; জাতীয় পার্টি- ১৯৮৬; জাসদ- ১৯৭২। ►►►তথ্যগুলো জেনে উপকৃত হলে লাইক দিতে ভুলবেননা এতে আমরা আরো নতুন তথ্য প্রদানে উৎসাহিত হই। তথ্যগুলো আপনার বন্ধুদের জন্য প্রোফাইলে শেয়ার করুন।

Panda USB Vaccine

যাদের প্রতিদিন অসংখ্যবার কম্পিউটারে পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ড ব্যবহার করতে হয়, তাদের জন্য নিয়ে এলাম একটি দারুন সফটওয়্যার। যা দিয়ে আপনার কম্পিউটার, মেমোরি কার্ড ও পেন ড্রাইভকে রাখতে পারেন অটো রান ভাইরাস থেকে মুক্ত। কি বন্ধুরা নাম জানতে ইচ্ছে করছে, তাই না। হা বন্ধুরা এটির নাম হচ্ছে Panda USB Vaccine, খুব ছোট একটি সফট। মাত্র ১ মেগাবাইট। হা একবার ভ্যাকসিন দিন আর অটো রান থেকে মুক্ত থাকুন সারা জীবন, যতদিন অপারেটিং সিস্টেম বা পেন ড্রাইভকে ফরম্যাট দেওয়া হয়নি ততদিন থাকুন নিরাপদ। হা বন্ধুরা Panda USB Vaccine আপনার ফ্লাশ ড্রাইভে একটি Autorun.inf ফাইল তৈরি করে ও অটোরান ভাইরাস কে প্রবেশ করতে বাধা দেয়। ফাইলটি আপনার ফ্লাশ ড্রাইভে হিডেন অবস্থায় থাকবে, যা রিনেম বা রিপ্লেস করা যাবেনা। এটি অটো রানের টিকা হিসেবে কাজ করবে। এটি একটি ফ্রি সফট। ইন্সটল করার পর ভ্যাকসিন দেয়া হয়ে গেলে একে কম্পিউটার থেকে রিমুভ করে দিতে পারেন, কেননা ততক্ষনে আপনি টিকা দিয়ে নিরাপদ হয়ে গেছেন। তাহলে দেরি না করে এখান থেকে ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন। ইন্সটল শেষে টাস্কবার আইকনে ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন এখানে আপনাকে দুইটি কাজ করতে হবে, প্রথমে আপনি আপনার কম্পিউটারকে Vaccinet Computer এ ক্লিক দিন এবং দ্বিতীয় কাজ হবে আপনি যে পেনড্রাইভ বা মেমোরিতে ভ্যাকসিন প্রয়োগ করতে চান তা USB পোর্টে ঢুকিয়ে দিন ও Vaccinet USB তে ক্লিক দিন। ব্যাস কাজ শেষ। এবার আপনি নিচের চিত্রের মত পাবেন তাহলে বন্ধুরা ব্যবহার করুন Panda USB Vaccineএবং নিরাপদ থাকুন।

জেনে নিন আপনার ইমেইল হ্যাক হলে কিভাবে রিকোভার করবেন

প্রায়শই অসাবধানতার কারনে আমরা অনেকেই হ্যাকিংয়ের শিকার হই ।যার ফলে আমাদের গুরুত্বপূর্ন তথ্য হারাতে হয় অনেক ।আমরা আজকে জানবো কিভাবে হ্যাক হওয়া ইমেইল পুনরুদ্ধার করতে হয় । জিমেইলের ক্ষেত্রে: জিমেইলে ঢোকার যখন লগ-ইন করতে পারবেন না, তখন লগ-ইনের নিচে Can’t access your account?-এ ক্লিক করুন। নতুন পেজ এলে E-mail address-এ আপনার ই-মেইল ঠিকানা লিখে Submit করুন। এখন কোড বক্সে ওপরের সংকেত লিখে Continue করুন। নতুন পেজ এলে আপনার বিকল্প ই-মেইল ঠিকানার অপশনটি নির্বাচন করা থাকবে, না থাকলে নির্বাচন করে Continue-এ ক্লিক করুন। আপনার alternate ই-মেইল আইডিতে একটি মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন। আপনার ই-মেইল আইডিতে যদি alternate ই-মেইল না দেওয়া থাকে তাহলে Answer your security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন। নতুন পেজ এলে আপনাকে একটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নটি ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নটির সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি ফিরে পাবেন।প্রশ্নটির উত্তরও যদি ভুলে যান বা কেউ পরিবর্তন করে ফেলে তাহলে I can’t answer my security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন বা সরাসরি https://www.google.com/ support/ accounts/bin/request.py?hl= en&contact_type= acc_reco&ara=2&ctx=acc_reco&source=no_ts&rd=1 ঠিকানায় যান। এখানে একটি ফরম পাবেন, সেটি পূরণ করে Submit-এ ক্লিক করুন। ফরম পূরণ করার সময় সবগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়ে থাকলে ২৪ ঘণ্টা পর আপনার অন্য ই-মেইল ঠিকানায় (যেটি ফরম পূরণ করার সময় দিয়েছেন) একটি মেইল যাবে। সেটির লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি ফিরে পেতে পারবেন। ইয়াহুর ক্ষেত্রে: ইয়াহুতে ঢোকার সময় যখন ‘লগ-ইন’ করতে পারবেন না, তখন লগইনের নিচে I can’t access my account-এ ক্লিক করুন। নতুন পেজ এলে My password doesn’t work নির্বাচন করে Next-এ ক্লিক করুন। এরপর My Yahoo! ID-এ আপনার ই-মেইল ঠিকানা (আইডি) লিখে Enter the code shown বক্সে নিচের সংকেতগুলো লিখে Next-এ ক্লিক করুন। নতুন পেজ এলে My alternate email-এ আপনার বিকল্প ই-মেইল ঠিকানাটি লিখে Next-এ ক্লিক করুন। আপনার বিকল্প ঠিকানায় একটি ই-মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন। আপনার ই-মেইল অ্যাকাউন্টে যদি বিকল্প ই-মেইল না দেওয়া থাকে বা আপনার alternate ই-মেইল আইডিও যদি হ্যাকিং হয়ে যায়, তাহলে My alternate email-এর নিচের অপশনটি I can’t access any of the above নির্বাচন করে Next-এ ক্লিক করুন। নতুন পেজ এলে আপনাকে দুটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নগুলো ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নগুলোর সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা পুনরুদ্ধার করতে পারবেন ভাল থাকেন আল্লাহ হাফেয শিফাতুল ইসলাম

Monday, August 20, 2012

গ্যালাক্সি নোট ১০.১ আনছে স্যামসাং

 বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে আসছে স্যামসাংয়ের নতুন ট্যাবলেট ডিভাইস ‘গ্যালাক্সি নোট ১০.১’। এতে থাকবে ডিজিটাল পেন এবং আগের তুলনায় শক্তিশালী প্রসেসর। আর দামটা হবে অ্যাপল আইপ্যাডের সমান। খবর অরেঞ্জ নিউজ-এর।


১৬ জিবির বেসিক মডেলটির দাম হবে ৪৯৯ ডলার আর ৩২ জিবির মডেলটির দাম হবে ৫৪৯ ডলার। এতে ব্যবহার করা যাবে এক্সটারনাল মেমোরি কার্ড।

স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড ট্যাবলেটগুলোর মধ্যে এটিই প্রথম মডেল যাতে থাকছে ডিজিটাল পেন এবং একসঙ্গে দু’টি অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা। স্ক্রিনে একসঙ্গে পাশাপাশি দু’টি অ্যাপ্লিকেশন চালানো যাবে। তবে গ্যালাক্সি নোট ১০.১-এর স্ক্রিন রেজুলিউশন অ্যাইপ্যাডের তুলনায় কম।

গত দুই বছরে গ্যালাক্সি ট্যাবলেট-এর ছয়টি নতুন মডেল বাজারে এনেছে স্যামসাং। কিন্তু তারপরেও আইপ্যাডের সঙ্গে লড়াইয়ে খুব একটা সুবিধা করতে পারেনি গ্যালাক্সি।

Wednesday, August 1, 2012

অনলাইনে ছবি ডিজাইনের জন্য জটিল কিছু সাইটের ঠিকানা


আমরা অনেকেই ছবিতে বিভিন্ন কারুকাজ আইমিন ডিজাইন,গ্রাফিক্স ,এনিমেশন ইত্যাদি ব্যবহার করে থাকি ।অণেকে আবার ফটোশপের সাহায্যে ডিজাইন করে থাকেন ।তবে দু:খের বিষয় ফটোশপ তো আর সবাই ভালো ভুঝে না ।তাই মনের মত করে ডিজাইনও করা হয় না ।
তাই আজ আপনাদের আমি নিয়ে যাবো ডিজাইনের ভূবনে ।এমন কিছু সাইটের ঠিকানা দেবো যেখানে আপনি ছবিতে চমকপ্রদ সব ডিজাইনের সুযোগ ।অনলাইনেই ডিজাইন করে নিতে পারবেন ইচ্ছেমত ।লাগবে না কোন  software .
চলুন আগে দেখে নিই ডিজাইনগুলো কেমন হবে -

নিয়ে নিন অনলাইনে এমনই সব চমকপ্রদ ডিজাইনের বেশ কিছু সাইটের ঠিকানা :

ভালো থাকুন ।সুস্থ থাকুন ।

Monday, July 30, 2012

একজন গেমারের আত্মজীবনী পড়ুন :P (রম্য গল্প)



“কিয়া বাতাওউ মেরে দিল কা হাল
পাকায়া থা মুরগী হো গায়া ডাল ”
মাহবুব আলীর মুরগী কিভাবে ডাল হইল সেই ঐতিহাসিক কাহিনী:P:P:P:P:P:P
মাহবুব আলী তখন মেডিকেলের ৩য় বর্ষের ছাত্র। মেডিকেলে ৩য় বর্ষ মানে বান্ধবীদের নিয়ে ঘুরতে যাবার, ধুমায়ে আড্ডা মারার, সারারাত তাস পিটানোর অফুরন্ত সময়।মাহবুব আলীর আবার অনেক গুণ:P:P। সে একাধারে সাংস্কৃতিক কর্মকাণ্ড, মঞ্চ নাটক,রাজনীতি, এবং মাঝে মাঝে তাবলীগ ও করচে। আর নেশার বস্তু হিসেবে গ্রহন করেচে, ভয়ঙ্কর এক মরন নেশা X(X(X(X(
কম্পিউটার গেমস
দিন রাত গেম খেলে মাহবুব আলী। কল অফ ডিউটি, কমান্ডোস, ফিফা-০৬/০৭, আনরিয়েল টুর্নামেন্ট, পেইন কিলার, ম্যাক্স পেইন———— মানি , কোন গেম আর বাদ নাই। ক্লাসের খবর নাই। পরীক্ষার সময় বন্ধুরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এই রকম অবস্থা।
এই ভাবে সুখে শান্তিতে:D:D:D:D দিন কেটে যাচ্ছিলো
হঠাৎ একদিন মাহবুব আলী খবর পেল, তার দোস্ত ফারদিল ওরফে ফেদু নতুন কম্পিউটার কিনেছে। খুশীতে বাক বাকুম করতে করতে মাহবুব আলী তৎক্ষণাৎ রওয়ানা দিল ফেদুর বাসায়।
বাবা মায়ের আদরের সন্তান ফেদু আবার হোস্টেলে থাকতে পারে না। ফেদুর মায়ের ভাষায়, ” আমার বাবুটা হোস্টেলে থাকতে পারে না। কষ্ট হয়।” X(X(X(X(
সবাই মনে মনে হাসে- শালায় এতো বড় দামড়া, তাও আবার ক্যাডেট, সে নাকি বাবু:P:P সে নাকি হোস্টেলে থাকতে পারে না। পুরা ফ্ল্যাট ভাড়া নিয়া থাকে। সবার অবশ্য সুবিধাই হয়েচে।:D:D:D:D:D:D কি সুবিধা সেটা পরে বলচি।
ফেদুর বাসায় গিয়ে মাহবুব আলী দেখে ফেদু তার নতুন কম্পু সেট করচে। সেখানে উপস্থিত শাওন, তানভির, মুগ্ধ, নাকিব । ফেদুর কম্পু সম্পর্কে খোঁজ খবর নিতে নিতে বুজতে পারল, সাম্প্রতিক ছেঁকা খাওয়া ভুলতে ফেদুর এই আয়োজন। চুক চুক করে সমবেদনা জানিয়ে, এবং নিজের মনের একটা গোপন খায়েশ চরিতার্থ করার উদ্দেশ্যে ফেদুকে বলল, ” দোস্ত, এক কাম করি। আমার কম্পু টা নিয়ে আসি তোর বাসায়। ল্যান এ গেম খেলুম:D:D:D:D:D ”
বলার আগেই দেখি ফেদু রাজী।
মাহবুব আলীর জীবনের এক ভুল ডিসিশনX((X((X((X((
শুরু হল গেম উৎসব। সাথে যোগ দিল, নাকিব, শাওন, সামসু, মুগ্ধ তানভীর আরও অনেকে।।
দিনরাত চলছে গেম খেলা। প্রতিদিন টুর্নামেন্ট। আজ ফিফা তো কাল কল অফ ডিউটি। আজ কল অফ ডিউটি তো কাল আনরিয়েল টুর্নামেন্ট। বলাই বাহুল্য মাহবুব আলীর সেখানে চরম পারফরমেন্স। আর বাজী ধরা ধরি তো আছেই। বাজী ধরে কত সুপ চাইনিজ আর কড়াই মাংস যে খাওয়া হইসে তার হিসাব নাই।
বিকাল থেকে শুরু করে ভোর রাত অব্দি চলে খেলা। ভোরে ঘুম দিয়ে সবাই উঠে দুপুর ২ টায়। ফেদুর বাসায় এক বৃদ্ধ লোক থাকত। তার দায়িত্ব ছিল ফেদু বাবুকে :P:P যত্ন করা, রেধে খাওয়ানো। সদা হাস্যময় সেই আঙ্কেল হাসি মুখে মাহবুব আলী অ্যান্ড গং দের খাওয়ানোর দায়িত্ব নিলেন। :D:D:D
দিন যায়, মাস যায় ———–
কোথায় ক্লাস কোথায় পরীক্ষা :D:D:D
কিন্তু একদিন /:)/:)/:)/:) মাহবুব আলীর এই মধু চন্দ্রিমা একদিন হঠাৎ করেই শেষ হয়ে গেল।
কল অফ ডিউটি ডেথ ম্যাচ চলছে। পিন ড্রপ সাইলেন্স। সবার মাঝে টান টান উত্তেজনা। স্নাইপার রাইফেল নিয়ে মাহবুব আলী শত্রুকে গরু খোজা খুজছে।
হঠাৎ কে যেন গুলি করল প্রচণ্ড শব্দে /:)/:)/:)/:)/:)
কোত্থেকে গুলি করল ধরতে পারে না মাহবুব আলী। হার্ট বিট বেড়ে যায় মাহবুব আলীর। হাত ঘামে, মুখ গলা শুকিয়ে আসে তার। কয়েক মুহূর্ত পর আবার গুলি,এবার আরও কাছে থেকে এবং আরও ভয়ঙ্কর ভাবে। মুহূর্তে মাহবুব আলীর যেন একটা হার্ট বিট মিস করল। তারপর আরও একটা, তার পর আরও একটা:-/:-/:-/:-/:-/ মাহবুব আলীর মনে হল সে যেন পড়ে যাচ্ছে গুলি খেয়ে। :-/:-/:-/:-/:-/:-/
পড়ে মাহবুব আলী ঠিকই গেল, তবে রাইফেল ছেড়ে নয়, মাউস এবং কিবোর্ড ছেড়ে। :((:((:((:((:((
বন্ধুরা তাকে নিয়ে গেল, করোনারি কেয়ার ইউনিট এ। ই সি জি করার পর
খবর দেয়া হল প্রফেসার অফ কারডিওলজি কে। বলা হল স্যার কে বলা হল ৩য় বর্ষের এক মেধাবী B-)B-)B-) ছাত্র ভর্তি হয়েছে। স্যার একটু তাড়াতাড়ি এসে দেখে যান।
স্যার আসলেন দ্রুতবেগে। মোস্ট ওয়ান্টেড এর রেজর এর মতো গাড়ী চালিয়ে B-)
তারপর মাহবুব আলীর ই সি জি দেখলেন। গভীর মমতা নিয়ে প্রিয় ছাত্র(??) কে পরীক্ষা করলেন এবং বললেন, ” তোমার তো হার্টে কোন সমস্যা নাই রে বাপু। বিড়ী সিগারেট খাও??” মাহবুব আলীর উত্তর,” মাঝে মাঝে খাই স্যার।” স্যার তখন একটা সিগারেটে আগুন ধরাতে ধরাতে বললেন ,” অসব না খাওয়াই ভালো।”:P:P:P:P:P
ঘুমের ঔষধ নিয়ে হাসপাতাল থেকে বিদায় নেয় মাহবুব আলী। তারপর দিন শুকনা মুখে কম্পু নিয়ে মাহবুব আলী ফেদুর বাসা ত্যাগ করে। গেমিং ক্যারিয়ার এর ওটাই ছিল শেষ ।।
মাহবুব আলীর গেমিং ক্যারিয়ার এর সমাপ্তি ঘটলেও। এখনও মাহবুব আলীর ওই দিন গুলার কথা মনে পড়ে:(( :((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((
বুকের গভীর থেকে উঠে আসে দীর্ঘশ্বাস।।
গল্পটি এই গ্রুপ থেকে কালেক্ট করা হয়েছে।
কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। :)