Friday, September 14, 2012

গুরুত্ব পুণ্য কিছু তথ্য

►রাষ্ট্রপতির অনুপস্থিতি বা তার অসামর্থ্যের ক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন- স্পিকার। ►বাংলাদেশের পাসপোর্ট দিয়ে একমাত্র ইসরাইল ছাড়া পৃথিবীর সব দেশে ভ্রমণ করা যায়। ►যে নদীর নাম করা হয়েছে একমাত্র ব্যক্তির নামে- রূপসা (রূপলাল সাহা) ►১৯৯২ সাল থেকে বাংলাদেশের একক বৃহত্তম দাতা দেশ- জাপান। ►মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'গেরিলা'র পরিচালক- নাসির উদ্দীন ইউসুফ (সৈয়দ শামসুল হকের 'নিষিদ্ধ লোবান' উপন্যাস অবলম্বনে নির্মিত) ... ►বাংলাদেশ জাতীয় সংসদ ভবন' -১০ তলা বিশিষ্ট। ►Thrust sector' বলা হয়- সরকার ঘোষিত অগ্রাধিকার প্রাপ্ত খাতকে।। ►Nobel Prize দেয়া হয়- ৬টি বিষয়ে। ►অষ্ট্রেলিয়া শব্দের অর্থ- এশিয়ার দক্ষিণ দিক। ►দক্ষিণ-পূর্ব এশিয়ার যে দেশটি কখনো উপনিবেশ ছিলনা- থাইল্যান্ড। ►যুক্তরাষ্ট্রে সর্বমোট অঙ্গরাজ্য বা স্টেট- ৫০ টি। (বৃহত্তম- আলাস্কা)। ►দেশে বর্তমান প্রধান বিচারপতি- মোজাম্মেল হোসেন (২০তম)। ►সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়- পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। ►জাতিসংঘের সদর দপ্তর- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। ►জাতিসংঘ দিবস- ২৪ অক্টোবর। ►অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অবস্থিত- দক্ষিণ ইংল্যান্ড। ►ট্রয় নগরী অবস্থিত- তুরস্কে (পৌরাণিক কাহিনীর জন্য বিখ্যাত)। ►ভিয়েতনামের জাতীয় বৃক্ষ- বাঁশ। ►ইসরাইলের জাতীয় প্রাণী- গোখরা সাপ। ►বিশ্বের সর্বাধিক ভাষার দেশ- পাপুয়া নিউগিনি (৮৩০)। সবচেয়ে কম ভাষার দেশ- উত্তর কোরিয়া ও ভ্যাটিক্যান সিটি (১টি)। ►প্রতিষ্ঠাসন: বাংলাদেশ আওয়ামী লীগ- ১৯৪৯; বিএনপি- ১৯৭৮, জামায়াতে ইসলামী- ১৯৪১; জাতীয় পার্টি- ১৯৮৬; জাসদ- ১৯৭২। ►►►তথ্যগুলো জেনে উপকৃত হলে লাইক দিতে ভুলবেননা এতে আমরা আরো নতুন তথ্য প্রদানে উৎসাহিত হই। তথ্যগুলো আপনার বন্ধুদের জন্য প্রোফাইলে শেয়ার করুন।

No comments:

Post a Comment