Monday, July 30, 2012

আসুন বর্তমানে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র পিসির পরিচয় জেনে নিই! মাত্র ২১ গ্রাম ওজনের ইউএসবি কম্পিউটার!!


আমরা সবাই পিসি বিভিন্ন ধরনের পিসি/কম্পিউটার ব্যবহার করি।পিসি নিয়ে অনেক ইতিহাস রয়েছে এবং নিত্য নতুন ইতিহাস তৈরি হচ্ছে যেমন-
আমরা অনেকেই পড়েছিলাম প্রথম পিসি কে তৈরি করেছিলেন, কোথায় তৈরি করেন ….. ইত্যাদি। অপরদিকে শুনেছি-পৃথিবীর সবচেয় বড় কম্পিউটার হল- তাছাড়া কম্পিউটার নিয়ে কিন্তু বিশ্বের অনেক দেশেই যাদুঘর রয়েছে। সেখানে পূরাতন পিসি গুলোর সাথে বিভিন্ন তথ্যাবলী জানানোর ব্যবস্থা করা থাকে।
পূরাতন দিনের কথা না হয় বাদ দিলাম। কিন্তু নতুন দিনের খবর কি কেউ শুনেছেন?

হয়ত বলবেন পৃথিবীর বর্তমানে সবচেয়ে বড় কম্পিউটারের কথা শুনাব। জ্বি .. না! এখানে আমি আপনাদেরকে জানাব বর্তমানে পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম কম্পিউটারের সাথে পরিচয় করাব। হ্যা যা সত্যি তাই বলছি-
নরওয়ের গবেষকরা মাত্র ২১ গ্রাম ওজনের একটি কম্পিউটার তৈরি করেছেন। USB আকারের এ কম্পিউটারটির নাম দেয়া হয়েছে ‘কটন ক্যান্ডি’। খবর Gigmag-এর।
নির্মাতা প্রতিষ্ঠানের দাবী, ইউএসবি ‘কটন ক্যান্ডি’ হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম কম্পিউটারগুলোর অন্যতম। এ ইউএসবি ডিভাইসটি কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোনে কম্পিউটিং সুবিধা যোগ করতে পারে। টার্মিনাল সংযোগ হিসেবে বিভিন্ন ডিভাইসে ইউএসবি’র অপারেটিং সিস্টেম, ক্লাউড সার্ভিস এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনও চালু করবে। এ ছাড়াও এটি টেলিভিশন, সেট টপ বক্স এবং গেম কনসোল হিসেবেও ব্যবহার করা যাবে।
‘কটন ক্যান্ডি’ ডিভাইসটি তৈরি করেছে নরওয়ের FXI টেকনোলজিস।
FXI টেকনোলজিস-এর সিইও বোর্গার লোসল্যান্ড জানিয়েছেন, ‘আমরা বিশাল প্রযুক্তিকে ক্ষুদ্র ডিভাইসে নামিয়ে এনেছি।’
Koton Candy ফিচার হিসেবে রয়েছে, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ১.২ গিগাহার্টজARM Processor, কোয়াড কোর এরআএম মালি গ্রাফিক্স সেট, ওয়াই-ফাই, Blue tooth এবং HDMI output হাই ডেফিনেশন ভিডিও দেখা যাবে এ কম্পিউটারে।
কটন ক্যান্ডি কম্পিউটারের দাম পড়বে প্রায় ২০০$ এর মত। আগামী বছরের মাঝামাঝি এ ডিভাইসটি বাজারে চলে আসবে।
(তথ্যসূত্র- বিদেশী পত্রিকা ও নেট অনুসরনে)
আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। -আল্লাহ্ হাফেজ

No comments:

Post a Comment