Monday, July 30, 2012

উইন্ডোজ ৭ এ স্ক্রীন শট নিন কোন প্রকার সফটওয়্যার ছাড়া!!!


সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে স্ক্রীন শট নেয়ার দরকার হয়।

যা আমরার করে থাকি যে কোন সফটওয়ারের মাধ্যমে কিন্তু  আজ আমি আপনাদের দেখাবো  কিভাবে আপনি স্ক্রীন শট নিবেন তাও আবার সফটওয়ার ছাড়া!!! এই টা শুধু মাত্র উইন্ডোজ ৭ যারা ব্যবহার করে তারা পারবেন! নতুনদের উপকারে আসবে বলে আমার মনে হয়।
follow:
1. start
2. all program
3. accessories
4. Snipping tools
এখন আপনি যে অংশ টুকুর শট নিতে চান সেটুকু মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করলেই দেখবেন যে আপনার স্ক্রীনশট নেয়া শেষ। তারপর সেভ করে নেন !
কি? খুব সহজ না? সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখনকার মত বিদায়।

No comments:

Post a Comment