Sunday, July 8, 2012

আসুন জঈফ ও জাল হাদিস বর্জন করি ।


আসুন জঈফ ও জাল হাদিস বর্জন করি ইলম ও আলিমের ফজিলত বিষয়ক জাল হাদিস-(১) ঃ ১।"কিছু সুময় চিন্তা হাজার বৎসর ইবাদাত থেকে উত্তম।"(মোল্লা কারী, আল-আসরার ৯৭ পৃ; আলবানি, জইফুল জামিয় ৫৮১ পৃ) ২।"শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কালি উত্তম।"(সাখাবি, আল-মাকাসিদ, ৩৭৭ পৃ; যারকানি, মুখতাসারুল মাকাসিদ ১৭২ পৃ; মুল্লা কারী, আল আসরার, ২০৭ পৃ, আল মাসনুয়, ২৫৫ পৃ; শাওকানী, আল-ফাওয়াইদ ২/৩৬৯) ৩।"আমার উম্মতের আলিমগন বনী ইসরাইলের নবীগণের মত।"(সাখাবি, আল-মাকাসিদ, ২৯৩ পৃ; যারকানি, মুখতাসারুল মাকাসিদ ৬৫২ পৃ; মুল্লা কারী, আল আসরার, ১৫৯ পৃ, আল মাসনুয় ১৯৬পৃ; শাওকানী, আল-ফাওয়াইদ ২/৩৬৮) ৪।"আলিমের চেহারার দিকে তাকানো আল্লাহর কাছে ৬০ বৎসরের সিয়াম (রোযা) ও কিয়াম (তাহাজ্জুদ) এর চেয়ে অধিক প্রিয়।" "আলিমের চেহারার দিকে তাকানো একটি ইবাদত।" (সাখাবি, আল-মাকাসিদ, ৪৪২ পৃ; যারকানি, মুখতাসারুল মাকাসিদ ১৯৬ পৃ; মুল্লা কারী, আল আসরার, ২৫৩ পৃ) ৫।"আলিমের ঘুম ইবাদাত।"(মোল্লা আলী কারী, আল আসরার ২৫৫ পৃ) "মূর্খের ইবাদাতের চাইতে আলিমের ঘুম উত্তম।" "ইলম সহ নিদ্রা যাওয়া মূর্খতা সহ সালাত আদায় করা থেকে উত্তম।" (আবু নুয়াইম ইস্পাহানি, হিলইয়াতুল আউলিয়া ৪/৩৮৫, মোল্লা আলী কারী, আল আসরার পৃ ২৫৫; আলবানি, জায়িফুল জামি পৃ ৮৬১)
আসুন জঈফ ও জাল হাদিস বর্জন করি ইলম ও আলিমের ফজিলত বিষয়ক জাল হাদিস-(১) ১।"কিছু সুময় চিন্তা হাজার বৎসর ইবাদাত থেকে উত্তম।"(মোল্লা কারী, আল-আসরার ৯৭ পৃ; আলবানি, জইফুল জামিয় ৫৮১ পৃ) ২।"শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কালি উত্তম।"(সাখাবি, আল-মাকাসিদ, ৩৭৭ পৃ; যারকানি, মুখতাসারুল মাকাসিদ ১৭২ পৃ; মুল্লা কারী, আল আসরার, ২০৭ পৃ, আল মাসনুয়, ২৫৫ পৃ; শাওকানী, আল-ফাওয়াইদ ২/৩৬৯) ৩।"আমার উম্মতের আলিমগন বনী ইসরাইলের নবীগণের মত।"(সাখাবি, আল-মাকাসিদ, ২৯৩ পৃ; যারকানি, মুখতাসারুল মাকাসিদ ৬৫২ পৃ; মুল্লা কারী, আল আসরার, ১৫৯ পৃ, আল মাসনুয় ১৯৬পৃ; শাওকানী, আল-ফাওয়াইদ ২/৩৬৮) ৪।"আলিমের চেহারার দিকে তাকানো আল্লাহর কাছে ৬০ বৎসরের সিয়াম (রোযা) ও কিয়াম (তাহাজ্জুদ) এর চেয়ে অধিক প্রিয়।" "আলিমের চেহারার দিকে তাকানো একটি ইবাদত।" (সাখাবি, আল-মাকাসিদ, ৪৪২ পৃ; যারকানি, মুখতাসারুল মাকাসিদ ১৯৬ পৃ; মুল্লা কারী, আল আসরার, ২৫৩ পৃ) ৫।"আলিমের ঘুম ইবাদাত।"(মোল্লা আলী কারী, আল আসরার ২৫৫ পৃ) "মূর্খের ইবাদাতের চাইতে আলিমের ঘুম উত্তম।" "ইলম সহ নিদ্রা যাওয়া মূর্খতা সহ সালাত আদায় করা থেকে উত্তম।" (আবু নুয়াইম ইস্পাহানি, হিলইয়াতুল আউলিয়া ৪/৩৮৫, মোল্লা আলী কারী, আল আসরার পৃ ২৫৫; আলবানি, জায়িফুল জামি পৃ ৮৬১)

No comments:

Post a Comment