Sunday, March 30, 2014

আউটসোর্সিং : সেরা তালিকায় বাংলাদেশ




ধীরে ধীরে অনলাইন আউটসোর্সিংয়ের কাজে যুক্ত হওয়া বাংলাদেশের মুক্ত পেশাজীবীরা (ফ্রিল্যান্সার) এবার নিজেদের দক্ষতার মাধ্যমে জায়গা করে নিয়েছেন শীর্ষ তালিকায়।
প্রতিনিয়ত নানা কাজের
মাধ্যমে এগিয়ে যাচ্ছেন তরুণ ফ্রিল্যান্সাররা। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের নানান কাজের সঙ্গে যুক্তও
করছেন অনেকে। একটা সময় নির্দিষ্ট কিছু কাজের গণ্ডিতে থাকলেও এখন আর সেটি নেই।
আউটসোর্সিং কাজের বিভিন্ন খাতে পদচারণ বাড়ছে বাংলাদেশি ফ্রিল্যন্সারদের এবং সফলতাও আসছে।
আউটসোর্সিং কাজ পাওয়ার জনপ্রিয় ওয়েবসাইট বা গ্লোবাল মার্কেট প্লেস ওডেস্ক
(িি.িড়ফবংশ.পড়স) বিভিন্ন কাজে দক্ষ ফ্রিল্যান্সারদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকার শীর্ষে
জায়গা করে নিয়েছেন বাংলাদেশি ফ্রিল্যান্সাররা।
ওডেস্ক ও আউটসোর্সিং
আউটসোর্সিং কাজ দেওয়া-নেওয়ার জনপ্রিয় জায়গা হলো ওডেস্ক। বিভিন্ন মার্কেট প্লেসের মধ্যে
ওডেস্কের অবস্থান শীর্ষে। ২০০৪ সালে ক্যালিফোর্নিয়ায় যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। ইন্টারনেটভিত্তিক
এই প্রতিষ্ঠান মূলত পেশাজীবী ও কাজদাতা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ঘটিয়ে দেয়। নির্দিষ্ট কাজের
বিনিময়ে পারিশ্রমিক পাওয়া যায়, যার পুরো ব্যাপারই স¤পন্ন হয় অনলাইনে ওডেস্কের ওয়েবসাইটে।
এর বাইরে ওয়েবসাইটটি নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। এর মধ্যে রয়েছে
ফ্রিল্যান্সারদের নিয়ে বিশেষ আয়োজন। কনট্রাক্টর অ্যাপ্রেসিয়েশন ডেনামের এ আয়োজন বাংলাদেশেও
হয়েছে।
দক্ষদের তালিকায় বাংলাদেশিরা
সম্প্রতি ওডেস্কের পক্ষ থেকে বিভিন্ন কাজে দক্ষ ফ্রিল্যান্সারদের একটি তালিকা করে। এতে ওয়েব
ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং ও ইনফরমেশন সিস্টেমস, লেখালেখিও
অনুবাদ, প্রশাসনিক সহযোগিতা, ডিজাইন ও মাল্টিমিডিয়া, গ্রাহকসেবা, বিক্রয় ও বিপণন
এবংব্যবসায় সেবা বিভাগে দক্ষ ফ্রিল্যান্সারদের তালিকা প্রকাশ করা হয়েছে।
তিনটিতে শীর্ষে সাঈদ ইসলাম
ওডেস্কের প্রকাশিত সেরা দক্ষ ও অভিজ্ঞ বিষয়ভিত্তিক ফ্রিল্যান্সারদের তালিকায় গ্লোবালাইজেশন
বিভাগের তিনটিতে শীর্ষে আছেন বাংলাদেশি ফ্রিল্যান্সার সাঈদ ইসলাম। এর মধ্যে নেটওয়ার্ক অ্যান্ড
ইনফরমেশন সিস্টেমস বিভাগের লিনাক্স এবং অ্যাসটারিস্ক ও সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগের
ভিওআইপিতে শীর্ষে আছেন তিনি। ওডেস্কে তিন হাজার ৪০০ ঘণ্টার বেশি কাজ করা সাঈদ ইসলাম
২০১০ সালের সেপ্টেম্বর মাসে ওডেস্কে কাজ শুরুর পরই এপ্রিল মাসে তিনি ওডেস্কের ¯পট লাইট
কনট্রাক্টর তালিকায় জায়গা করে নেন। তিনটি বিভাগে শীর্ষে থাকার পাশাপাশি এটুবিলিংয়ে ও
ফ্রিপিবিএক্সে দ্বিতীয়, ট্রিক্সবক্স ও জিমব্রাতে পঞ্চম স্থানে আছেন তিনি। ছোটবেলা থেকে কারিগরি
বিষয়ে কৌতূহলী সাঈদ ইসলাম কানাডায় ছাত্রাবস্থায় ১৯৯৮ সালে ক¤িপউটার ব্যবহারের জন্য
বন্ধুদের দ্বারস্থ হতেন। ২০০১ সালে টেকনিক্যাল সাপোর্ট হিসেবে ক¤িপউটার পেশাজীবন শুরু। এর
মধ্যে নানা ধরনের কাজের মাধ্যমে দক্ষতা অর্জন করেন তিনি। যার মধ্যে লিনাক্স, ভিওআইপি ও
টেলিফোন বিলিং সিস্টেম অন্যতম। ২০০৩ সালে বিশেষ একটি প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের পর
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টের অনুরোধে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। যেখানে টিডিএম সুইচ,
সিসকো নেটওয়ার্কিং ও অ্যাডভান্স বিলিং শেখেন। সাঈদ ইসলাম বলেন, ‘বিদেশে থাকলেও দেশের
প্রতি টান ছি।আমিসহ ছয়জন মিলে২০০৬ সালে ঢাকায় আমরা গড়ে তুলি একটি সফটওয়্যার
প্রতিষ্ঠান, যা আমি কানাডা থেকে নিয়ন্ত্রণ করতাম। বিক্রয় ও বিপণন হতো কানাডা থেকে। এরপর
চলেআসি বাংলাদেশে। ২০০৯ সালে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে কানাডার একটি অনলাইন গেমস
প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি পরামর্শক হিসেবে কাজ করি বাংলাদেশ থেকেই। দেড় বছরের এ সেবা শেষে
প্রতিষ্ঠান থেকে আমাকে কানাডা গিয়ে নিজেদের অফিসে যোগ দেওয়ার প্রস্তাব করা হয়। আমি সে
প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেশেই কাজ শুরু করি।
২০১০ সালে ওডেস্কে যোগ দেন সাঈদ ইসলাম। এর মাঝে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল থেকে সিনিয়র
সিস্টেম ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ পান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এ সুযোগ পাওয়ার পর
দেশের পাশাপাশি ভারতে কাজ করার সুযোগ চেয়ে জানতে পারি, সেখানে গুগলের এ অফিস কার্যক্রম
নেই। তাই আমার আর এ পদে যোগ দেওয়া হয়নি।
মুক্ত সোর্স প্রযুক্তিকে দেশে ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন সাঈদ ইসলাম। এ কার্যক্রমে যুক্ত হতে
ইতিমধ্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সঙ্গেও কাজ করছেন তিনি। এ বিষয়ে
তিনি বলেন, ‘মুক্ত সোর্স ব্যবহারের মাধ্যমেও যে দারুণ কিছু করা যায় এবং বিষয়টিকে পেশা হিসেবে
নেওয়া যায়, সে ধারণা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।
এগিয়ে যাচ্ছি আমরা
প্রযুুক্তি যখন হাতের মুঠোয়, তখন দক্ষতাকে কাজে লাগিয়ে বিশ্বের তাক লাগিয়ে দেওয়ার মতো
দারুণ কিছু করা যায়। এ কাজের ক্ষেত্রে আউটসোর্সিং বড় একটি মাধ্যম। এতে যুক্ত হয়ে আপনি
নিজের দক্ষতা প্রকাশের পাশাপাশি গড়তে পারেন নিজের পেশাজীবন।
ওডেস্কের সেরা দক্ষ তালিকায় বাংলাদেশের ফ্রিল্যান্সাররা
ওডেস্কের গ্লোবাল তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম থেকে ২০তম সেরার মধ্যে থাকা বাংলাদেশি
ফ্রিল্যান্সারদের মধ্যে আছেন অনেকেই। বিভিন্ন ক্যাটাগরিতে তাঁদের অবস্থান অনুযায়ী তালিকা দেওয়া
হলো
ওয়েব ডেভলপমেন্ট (১৪ হাজার ১৪৭ জন)
 ওয়েব প্রোগ্রামিং, ওয়েব প্রকল্প ব্যবস্থাপনা এবং অন্যান্য: সজীব সরকার (১৫তম, সপ্তম ওl
১১তম)
সফটওয়্যার ডেভলপমেন্ট (সাত হাজার ৭৫৭ জন)
 স্ক্রিপ্ট ও ইউটিলিটিস, ভিওআইপি: সাঈদ ইসলাম (সপ্তম) ও (তৃতীয়)l
নেটওয়ার্ক ও ইনফরমেশন সিস্টেমস (তিন হাজার ৪৮ জন)
 ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইআরপি/সিআরএম ইমপ্লিমেন্টেশন: সাঈদ ইসলাম (১৩তম ওl
নবম)
লেখালেখিও অনুবাদ (নয় হাজার ৯৯০ জন)
 অনুবাদ ও অন্যান্য: তাজমুল (অষ্টম ও ১৬তম)l
 অনুবাদ: অমিত নন্দী (১৭তম)l
 সৃজনশীল লেখালেখি: রিদওয়ান বিল্লাহ (১৫তম)l
ফারহানা জেসমিন (১৬তম)
প্রশাসনিক সহযোগিতা (১৪ হাজার ৫৯৪ জন)
 ডেটাএন্ট্রি, পারসোন্যাল অ্যাসিসট্যান্ট, মেইল রেসপন্স, অন্যান্য: সৈয়দ রুমেল (তৃতীয়, দ্বিতীয়,l
প্রথম, প্রথম)
 অন্যান্য: এম এম রহমান (নবম), ফারুক আlজম (১২তম), রিয়াজ উদ্দিন আহমেদ (১৭তম)
ডিজাইন ও মাল্টিমিডিয়া (আট হাজার ৫৭৩ জন)
 ভিডিও ট্যালেন্ট: মো. তানভীর হাসান (১৭তম)l
গ্রাহক সেবা (ছয় হাজার ৪৭৩ জন)
 কাস্টমার সার্ভিস অ্যান্ড সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট, ফোন সাপোর্ট, অর্ডার সাপোর্ট ও অন্যান্য:l
শাফকাত শিশির (নবম, পঞ্চম, ষষ্ঠ, চতুর্থ ও ষষ্ঠ)
বিক্রয় ও বিপণন (১২ হাজার ১২৯ জন)
 অ্যাডভার্টাইজিং, এসইও, এসইএম ও এসএমএস: আবদুর রহমান বেপারী (১৭তম, ১৬তম,l
১৫তম ও ১৪তম)
 এসইও, এসইএম ও এসএমএম: মাহমুদা (নবম, অষ্টম ও ষষ্ঠ)l
ব্যবসায় সেবা (চার হাজার ৬২৯ জন)
 অ্যাকাউন্টিং, বুক কিপিং ও স্ট্যাটিক্যাল অ্যানালাইসিস: সানাউল ইসলাম (১২তম, ১২তম ওl
১২তম)
 ফিন্যানশিয়াল সার্ভিসেস অ্যান্ড প্ল্যানিং:l
মোবারক হোসেন (২০তম)
 লিগ্যাল: মোহাম্মদ (১৪তম), মিনহাজুল আবেদীন (১৯তম)l
 পরিসংখ্যানগত বিশ্লেষণ: জয়নুল আবেদীন (১৭তম)l
 অন্যান্য: জিয়াউল (১১তম)l
বিষয়ভিত্তিক দক্ষতার তালিকা
 লিনাক্স, অ্যাসটারিস্ক ও ভিওআইপি: সাঈদ ইসলাম (প্রথম)l

No comments:

Post a Comment