Sunday, March 30, 2014

১৭ এমএলএম কোম্পানির লাইসেন্স বাতিল অনুমোদন ৪




http://www.eurobdnewsonline.com/assets/images/news_images/2014/03/10/for_details/image_27679_0.jpg

দুর্নীতি ও প্রতারণার দায়সহ বিভিন্ন অভিযোগে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি (আরজেএসসি) টানা ৬০ দিন তদন্ত শেষে ১৭টি এমএলএম কোম্পানির লাইসেন্স বাতিল করেছে। এমএলএম ব্যবসা চালাতে নতুন আইনে ২১টি কোম্পানি লাইসেন্সের জন্য আবেদন করেছিল। শুধু ৪টি কোম্পানি এমএলএম ব্যবসা পরিচালনার জন্য অনুমোদন পেয়েছে।

লাইসেন্স বাতিলকৃত কোম্পানি : এমএলএম আইনে লাইসেন্স বাতিলকৃত ১৭টি কোম্পানি হচ্ছে ডেসটিনি ২০০০ লি., এসএমএন গ্লোবাল লি., এবি নিউট্রিক ইন্টারন্যাশনাল লিমিটেড, এডভান্স বাংলা লি., দেশান (বাংলাদেশ) প্রাইভেট লি., ডি ক্লাসিক লাইফ (বিডি) প্রাইভেট লি., ড্রিম টুগেদার প্রাইভেট লি., এক্সসিলেন্ট ফিউচার মার্কেটিং লি., ফরইভার লিভিং প্রডাক্টস বাংলাদেশ লি., পিনাসেল সোর্সিং লি., সানুস লাইফ (বিডি) প্রাইভেট লি., টিয়ানসি (বাংলাদেশ) কোম্পানি লি., লাইফওয়ে (বিডি) প্রাইভেট লি., লাক্সার গ্লোবাল এন লি., ম্যাকনম ইন্টারন্যাশনাল লি., এমওয়ে ইন্টারন্যাশনাল লি., ভিশন ইন্ডাস্ট্রিজ (বাংলাদেশ) প্রাইভেট লি. রয়েছে।

বৈধ ৪ এমএলএম কোম্পানি : ওয়ার্ল্ড ভিশন-২১, স্বাধীন অনলাইন পাবলিক লিমিটেড, রিচ বিজনেস সিস্টেম বাংলাদেশ লিমিটেড ও এমএক্সএন মর্ডান হারবাল ফুড লিমিটেড এই চার কোম্পানি এমএলএম ব্যবসা করার লাইসেন্স পেয়েছে। দেশে প্রথম বৈধ এমএলএম কোম্পানি হচ্ছে ওই চারটি প্রতিষ্ঠান। এর মধ্যে ঢাকার উত্তরায় প্রধান কার্যালয় হচ্ছে ওয়ার্ল্ড ভিশন-২১ কোম্পানির। মূলত ল্যাপটপ ও মোবাইল মার্কেটিং করছে তারা। এমএক্সএন মর্ডান হারবাল ফুড কোম্পানি ইউনানি ও আয়ুর্বেদি পণ্য বিপণন করছে। মগবাজার মোড় রাইন রাজ্জাক প্লাজায় এর অফিস। চট্টগ্রামে অবস্থিত রিচ বিজনেস সিস্টেম বাংলাদেশ। মূলত নিত্যপণ্য বিপণন করছে।

No comments:

Post a Comment