Friday, June 20, 2014

জেনে নিন মহাকাশ সম্বন্ধে কিছু আজানা তথ্য

বিজ্ঞান সম্পর্কিত প্রশ্নোত্তর
১. কত বছর পর পর ধুমকেতু আবির্ভূত হয় ?
উঃ পঁচাত্তর বছর পর পর।
২. হ্যালির ধুমকেতু সর্বশেষ দেখা যায় কত
সালে ?
উঃ ১৯৮৬ সালে।
৩. ছায়াপথ কি ?
উঃ গ্যালাক্সীর ক্ষুদ্র নাম্
৪. সপ্তর্ষিমন্ডল ও আকাশের অন্যান্য
নক্ষত্রকে আপাতদৃষ্টিতে ধ্রুবতারার
চারিদিকে পরিভ্রমণ
করতে দেখা যায় কেন ?
উঃ পৃথিবীর আহ্নিক গতির জন্য।
৫. ধ্রুবতারা কোন গোলার্ধে দেখা যায় ?
উঃ উত্তর গোলার্ধে।
৬. পৌষ-মাঘ মাসে সন্ধ্যা রাত্রিতে পূর্ব
আকাশের
শিকারীবেশে মানুয়্যকৃতির যে নক্ষত্রমন্ডল
দেখা যায়
তাকে কি বলা হয়?
উঃ কালপুরুষ।
৭. আদমসুরত বলা হয় কাকে?
উঃ কালপুরুষকে।
৮. আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি?
উঃ লুব্ধক।
৯. সৌরজগতের নিকটতম নক্ষত্র কি ?
উঃ প্রক্সিমা সেন্টারাই।
১০. সৌরজগতে গ্রহের সংখ্যা কতটি?
উঃ ১১ টি (ভলকান ও এক্স সহ)।
১১. বর্তমান সৌরজগতের উপগ্রহের
সংখ্যা কতটি?
উঃ ৪৪ টি।

No comments:

Post a Comment