Monday, April 21, 2014

ক্লাসের পড়াশুনা যখন অনলাইনে


ঘরে বসে অনলাইনে ভিডিওর মাধ্যমে পড়ালেখার জন্য বাংলাদেশে কয়েকটি ওয়েবসাইট চালু হয়েছে৷ সেখানে বিভিন্ন শ্রেণির পড়ালেখার পাশাপাশি রয়েছে প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার টেস্ট৷
ভিডিওর মাধ্যমে মজা করে গণিত শেখান চমক হাসান
যুক্তরাষ্ট্র প্রবাসী কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক রাগিব হাসান ২০১২ সালের আগস্ট মাসে শিক্ষক ডটকম নামে একটি ওয়েবসাইট চালু করেন৷ সেখানে কম্পিউটার বিজ্ঞান থেকে শুরু করে পদার্থ, রসায়ন, প্রকৌশল, জ্যোতির্বিজ্ঞান সহ নানান বিষয়ে বাংলায় লেকচার পাওয়া যায়৷
মূলত দেশের বাইরে থাকা বাংলাদেশিরাই এক্ষেত্রে শিক্ষকের ভূমিকায় রয়েছেন৷
এদিকে, বিশ্বখ্যাত খান অ্যাকাডেমির কথা তো অনেকেরই জানা৷ যুক্তরাষ্ট্রের অন্য শহরে থাকা নিজের কাজিনের জন্য অঙ্ক শেখার ভিডিও তৈরি দিয়ে শুরু৷ তারপর সেখান থেকেই প্রতিষ্ঠিত হয় খান অ্যাকাডেমি৷ তারই লেকচারগুলো বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে৷ পাওয়া যাচ্ছে এই ওয়েবসাইটে
তবে শুধু শেখানোই নয়, স্কুল-কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা যেন অনলাইন টেস্টে অংশ নিয়ে নিজেদের যাচাই করতে পারে সেজন্যও রয়েছে ওয়েবসাইট৷ যেমন সৃজনশীল ডটকম, চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকম ইত্যাদি৷ তবে সৃজনশীল ডটকমে পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয়ের উপর অডিও ভিজ্যুয়াল টিউটোরিয়ালও রয়েছে৷
গণিতের মতো জটিল বিষয়কে আনন্দের সঙ্গে শেখানোর চেষ্টা করছেন বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণারত চমক হাসান৷ একসময় সামনাসামনি সেটা করলেও প্রবাসে থাকার কারণে এখন তাঁর মাধ্যম ইউটিউব চ্যানেল

No comments:

Post a Comment