Monday, April 21, 2014

লোডশেডিং, বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা



লোডশেডিং, বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা
 

অতিরিক্ত গরম আর ঘন ঘন লোডশেডিং- অতিষ্ট হয়ে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা
কিশোরগঞ্জ জেলার ভৈরবে সন্ধ্যার পরই শুরু হয় লোডশেডিং। ব্যাঘাত ঘটে ছাত্রছাত্রীদের লেখাপড়ায়
ব্যাপারে বাঁশগাড়ী এলাকার এইচএসসি পরীক্ষার্থী ফয়জুল্লাহ জানায়, "সারা বছর লেখাপড়া করলেও পরীক্ষার সময়ে পড়া খুবই গুরুত্বপূর্ণ
কিন্তু যেভাবে লোডশেডিং হচ্ছে তাতে আমরা পরীক্ষায় ভাল ফলাফল করতে পারবো কিনা বুঝতে পারছি না।"
অপর পরীক্ষার্থী মিরারচর এলাকার মাসুদ চাঁন্দেরচর এলাকার রাহিমা একই কথা বলে
বিদ্যুৎ বিভাগের ভৈরব জোনের নির্বাহী প্রকৌশল জিয়া উদ্দিন জানান, ভৈরবে দিনে দুই ঘণ্টা লোডশেডিং রয়েছে
তিনি বলেন, “তবে সঞ্চলন লাইনে সমস্যা থাকায় কোথাও কোথাও আরো বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকতে পারে।


No comments:

Post a Comment