Monday, April 21, 2014

হীরার তৈরি স্মার্টফোন আনছে স্যামসাং !

সোনার কোটিং দেওয়া কিংবা সোনালী রঙের স্মার্টফোনের এখন জনপ্রিয়তা তুঙ্গে। এইচটিসি ও অ্যাপলের সোনালী স্মার্টফোনের পর এবার হীরার কোটিং দেওয়া দাগ প্রতিরোধী স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনার করছে স্যামসাং। গ্যালাক্সি সিরিজের পরবর্তী স্মার্টফোন এসফাইভ’র একটি সংস্করণে হীরার কোটিং যুক্ত করতে পারে স্যামসাং।
দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম ইটি নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাং সম্প্রতি ‘ডায়মন্ড মেটাল সারফেস ট্রিটমেন্ট’ নামে নতুন একটি প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালিয়েছে। এই প্রযুক্তিতে স্মার্টফোনের কেসিংয়ের মতো কোনো পৃষ্ঠে হীরার কোটিং দেওয়ার সম্ভব হয়।
a22-300x165
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং আগামী মাসের শুরুতেই গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন বাজারে আনতে পারে। এই স্মার্টফোনটিতে ৫.২৫ ইঞ্চি কিউএইচডি স্ক্রিন, ৬৪বিটের প্রসেসর, ২০মেগাপিক্সেলের ক্যামেরা ও অ্যান্ড্রয়েড কিটক্যাট সংস্করণ থাকতে পারে। নতুন স্মার্টফোন ৬৪বিটের প্রসেসর ছাড়া আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান

No comments:

Post a Comment