Sunday, September 20, 2015

উইন্ডোজ ১ থেকে ১০ এ বিবর্তন দেখুন ছবিতে

মাইক্রোসফট উইন্ডোজের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৫ সালে। মূলত কমান্ড বেইজ ডস অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করেই তৈরি হয় উইন্ডোজ অপারেটিং। এরপর দীর্ঘ ৩০ বছরে এসেছে ১০টি নতুন ভার্সন। উইন্ডোজ ১ ছিল এটির প্রথম ভার্সন। প্রথম ভার্সন ডস ছিল ডসভিত্তিক। দ্বিতীয় ভার্সনও ছিল ডস ভিত্তিক। এরপর উইন্ডোজ ৩ তে যুক্ত হয় গ্রাফিক্যাল ইন্টারফেস। এভাবে বদলাতে থাকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। বর্তমানে এটি উইন্ডোজ ১০ এ পূর্ণতা পেয়েছে। আসুন ছবিতে ধাপে ধাপে ‍উইন্ডোজের বিবর্তন দেখে নেই।
 উইন্ডোজ ১
Windows-1
উইন্ডোজ ২
Windows-2
উইন্ডোজ ৩
Windows-3
উইন্ডোজ ৯৫
Windows-95
উইন্ডোজ ৯৮
Windows-98
উইন্ডোজ মিলেনিয়াম
Windows-ME
উইন্ডোজ ২০০০
Windows-2000
উইন্ডোজ এক্সপি
Windows-XP
উইন্ডোজ ভিসতা
Windows-Vista
উইন্ডোজ ৭
Windows-7
উইন্ডোজ ৮ ও ৮.১
Windows-8
উইন্ডোজ ১০
Win10

No comments:

Post a Comment